Sunday, October 6, 2024
বাড়িরাজ্যস্বচ্ছতাই সেবা অভিযানের সুচনা করলেন মুখ্যমন্ত্রী

স্বচ্ছতাই সেবা অভিযানের সুচনা করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : মন্দির নগরী উদয়পুরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হল রাজ্য ভিত্তিক স্বচ্ছতাই সেবা অভিযান। উদয়পুর জামতলাস্থিত জগন্নাথ দিঘীর পারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সুরক্ষা না থাকলে উন্নয়ন সম্ভব নয়। একটা সময় চিন কিছু দিন পর পর সিমানা নিয়ে ঝামেলা করত। বর্তমানে চিন কিছু দিন পর পর সিমানা নিয়ে ঝামেলা করে না। চিন্তা ভাবনা থাকলে, সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব।

মুখ্যমন্ত্রী এইদিন নাম না করে কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণের সমালোচনা করেন। তিনি মিথ্যা কথা বলে নিজেকে বড় নেতা প্রমান করতে ব্যস্ত। নিজের বিধায়ক পদ টিকিয়ে রাখার জন্য বর্তমানে তিনি কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন। মুখ্যমন্ত্রী এইদিন অভিযোগ করেন জম্মু-কাশ্মীরে একটা সময় স্বাধীনতা ছিল না। সেখানে ক্ষমতায় ছিল পারিবারিক দল। সেই দল গুলির সাথে সন্ত্রাসীদের সম্পর্ক ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারনে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এইটা সকলকে মনে রাখতে হবে। একটা সময় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে উগ্রবাদীদের সমস্যা ছিল। উগ্রবাদী সমস্যা নিরসনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দেশের মানুষ ভাগ্যবান কারন নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইটা ১০ বছর পূর্বে দেখা যায় নি বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও বলেন তিন তালাক বিলোপ করার বিষয়ে অনেকে কথা বলেছে। কিন্তু কেউ সেই সাহস পায় নি। বর্তমান প্রধানমন্ত্রী তিন তালাক বিলোপ করে দেখিয়েছেন। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য