স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : বিশালগড় বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার ছবিতে বিভিন্ন কুরুচিকর মন্তব্য আলতা দিয়ে লেখায় গ্রেপ্তার হলেন এক মহিলা। বিষয়টি যখন দলীয় কর্মীদের নজরে আসে তখন খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ তদন্তে নেমে ভারসাম্যহীন মহিলা রিতা সাহাকে আটক করে। অভিযুক্ত মানসিকভাবে ভারসাম্যহীন মহিলার স্বামীর নাম পরেশ সাহা। বাড়ি কামারপুকুর পাড়। পরবর্তী সময়ে পরিবারের লোকজনকে খবর দেয়। তবে এদিন পুলিশ এই ঘটনায় নিয়ে ব্যাপক দৌড়ঝাপ শুরু করে। পুলিশের দৌড়ঝাঁপ থেকে অনেকেই বুঝতে পেরেছে মানসিক অবসাদগ্রস্ত মহিলাদের নিয়ে পুলিশ ব্যাপক চাপে রয়েছে। এদিকে দলীয় কর্মীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার কেউ কেউ পেছন থেকে হেসেছে।