Thursday, November 14, 2024
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করল প্রদেশ বিজেপি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করল প্রদেশ বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

 তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক মন্ডলের পক্ষ থেকে রক্তদান শিবির করা হবে। ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মন্ডলের পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান করা হবে বিভিন্ন স্কুল কলেজ ও অফিসে। ২৩ সেপ্টেম্বর ৬০ উর্ধ্ব প্রত্যেক বয়স্ক নাগরিকের সাথে কথা বলে তাদের আয়ুষ্মান কার্ড করানো হবে। যাতে তারা চিকিৎসার ক্ষেত্রে ৫ লক্ষাধিক টাকা পর্যন্ত সহযোগিতা পায়। বিভিন্ন জায়গায় শিবির এবং বয়স্কদের সাথে কথা বলে এই কার্ডের আওতায় আনা হবে তাদের। এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী দুই অক্টোবর প্রত্যেক মন্ডলের পক্ষ থেকে দেশের শহীদদের প্রতি মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে। একই সাথে গান্ধী জয়ন্তী হওয়ায় সেদিন খাদি ক্রয় করার উপর বিশেষ সচেতনতা মূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সংসদ রাজীব ভট্টাচার্য আরো বলেন, গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের অনুষ্ঠানিক উদ্বোধন হয়। ৩ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কর্মসূচি সূচনা হয়। তারপর ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬০ হাজার মেম্বারশিপ হয়েছে। প্রদেশ ভারতীয় জনতা পার্টির জন্য বড় সাফল্য বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, অমিত রক্ষিত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য