স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : বিদ্যুৎ নিগমের কোটি কোটি টাকার দুর্নীতি এবং অব্যবস্থা চলছে। এর পেছনে কারা জড়িত এবং কাদের সুযোগ করে দেওয়ার জন্য দুর্নীতিতে ডুবেছে বিদ্যুৎ নিগম সেটা বের করে আনার জন্য অবিলম্বে বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সর্বদলীয় কমিটি গঠন করে তদন্তের ব্যবস্থা করার প্রয়োজন। তারপর প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে সরকারের। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি বলেন, রাজ্যের বিদ্যুৎ নিগমকে কেন ১৫২ কোটি ৫০ লক্ষ টাকা বকেয়া রাখতে হলো? কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি? এ বকেয়া তো মাত্র কয়েক দিনে জমে নেই। গত কয়েক বছরে এই বকেয়া জমেছে। এখন বিদ্যুৎ মাশুল বন্যা পরিস্থিতিতেও ৭.১৫ শতাংশ বেড়িয়েছে সরকার। যা মরার উপর খাড়ার ঘা। বর্তমানে বিদ্যুৎ মাশরুম হয়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৮ পয়সা। কিন্তু বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ ইউনিট অনেকটা ছাড় দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আর একমাত্র ত্রিপুরা রাজ্যেই এভাবে মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে চলেছে সরকার। তাই এ বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত না হলে বের হবে না পেছনে মূলত কি কারণ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ নিগমের প্রাক্তন আধিকারিক কেলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তিনি রাজ্য ছেড়ে পালিয়েছেন নাকি তাকে পালাতে সহযোগিতা করেছে সেটা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। এ নিয়েও বিস্তর অভিযোগ তুলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।