Saturday, March 22, 2025
বাড়িরাজ্যহতাশায় ভুগছে বামুটিয়া ফিডকোর বিদ্যুৎ কর্মীরা

হতাশায় ভুগছে বামুটিয়া ফিডকোর বিদ্যুৎ কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদানে ব্যার্থতার কারণে শুক্রবার ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করে ত্রিপুরা বিদ্যুৎ নিগম। পুনরায় ফিডকো থেকে এই বিদ্যুৎ পরিষেবা অধিগ্রহণ করে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড।এরপর থেকে ফিডকোর সঙ্গে যুক্ত মিটার রিডিং কর্মীদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে ফিডকোর রহস্যজনক ভুমিকায়। এমনই ঘটনা সামনে এলো ফিডকো বামুটিয়া সাব ডিভিশন থেকে।

 কারণ শনিবার ফিডকো বামুটিয়ার মিটার রিডিং কর্মীরা বলেন, ফিডকোর সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি ফিডকোর মিটার রিডিং এর কর্মীরা জানতেন। পরে কর্মীরা যখন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চায় তখনও কর্তৃপক্ষ তাদের দিয়ে বিদ্যুৎ বিল সংগ্রহ করায়। কর্মীরা প্রতিদিন সেই টাকা ফিডকোকে বুঝিয়ে দেয়। কর্মীদের তাদের কাজ চালিয়ে যেতে বলেন। কিন্তু শুক্রবার বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তের পর মিটার রিডিং কর্মীরা গভীর উদ্বেগ রয়েছেন। তাই তারা দাবি করেন শুক্রবার পর্যন্ত যে বিদ্যুৎ বিল তারা সংগ্রহ করেছে, সেই বিলের টাকা ফিডকোর হাতে তুলে দিয়েছে।

বামুটিয়া ফিডকো যদি তাদের হিসাব নিকাশ গড়মিল করে তখন মিটার রিডিং কর্মীদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ নিগম এবং রাজ্য সরকার যেন বিশেষ গুরুত্ব আরোপ করে। তাদের কাজে বহাল রাখার জন্যও দাবি করেন। সরকারের কাছে দাবি তাদের পরিবার পরিচালনা করার জন্য এই অনিয়মিত কাজটি যাতে তাদের হাতছাড়া না হয়। এদিকে এই সিদ্ধান্তের পর কর্তৃপক্ষ কর্মস্থলে না আসলেও সকাল থেকে কর্মস্থলে আসেন কর্মীরা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য