স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল উপপ্রধানের ছেলের। ঘটনা সোনামুড়া মহকুমা ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। খবর পেয়ে জিবি হাসপাতালের মর্গে ছুটে আসেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ।
এই বিষয়ে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ জানান, শুক্রবার রাতের বেলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ধনপুর উপপ্রধানের ছেলে পার্থপ্রতিম পাল। তখন ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আসতেই নির্মল শীল নামে এক ভবঘুর আচমকা রাস্তা অতিক্রম করতে যায়। তখন ভবঘুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে উপপ্রধানের ছেলে পার্থপ্রতিম পাল। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু মৃত্যুর কূলে ঢলে পড়ে পার্থপ্রতিম। তিনি ভারতীয় জনতা পার্টির একজন কর্মীও ছিলেন। বয়স ৩১। বাড়ি ধনপুর শান্তিনগর এলাকায়। তার অকাল-প্রয়ানে শোকের ছায়া নেমে আসে ধনপুরে। এদিকে পার্থপ্রতিমের বাইকের ধাক্কায় আহত হয়েছেন ভবঘুর। তিনিও জিবি হাসপাতালে চিকিৎসাধীন।