Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমহিলা কংগ্রেসের সদস্যতা অভিযান রবিবার

মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযান রবিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : ১৫ সেপ্টেম্বর মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন মহিলাদের রাজনৈতিক ও সামাজিক ন্যায়ের জন্য মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযানের এক ওয়েবসাইটের উদ্বোধন করা হবে।

 প্রদেশ কংগ্রেস ভবনে এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকল মহিলারা এদিন নারীদের কল্যাণের জন্য প্রদেশ কংগ্রেস ভবনে গিয়ে মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান মহিলা কংগ্রেসের ত্রিপুরা পর্যবেক্ষক মিনা টিকো। তিনি বলেন, রাজ্যের যতগুলি নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হচ্ছে সেগুলির ন্যায়ায় পাইয়ে দিতে আগামী দিন মহিলা কংগ্রেস সরব হবে। সকলকে এই কর্মযজ্ঞে শামিল হতে আহবান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে যেদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য