স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় রেল মন্ত্রীর উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনের স্টেশন মাস্টারের নিকট ডেপুটেশন প্রদান করল এ.আই.ডি.ওয়াই.ও ত্রিপুরা রাজ্য কমিটি। এ.আই.ডি.ওয়াই.ও ত্রিপুরা রাজ্য কমিটি-র সদস্য সদস্যরা এইদিন প্রথমে প্ল্যাকার্ড হাতে নিয়ে আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে এ.আই.ডি.ওয়াই.ও ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ভবতোষ দে-র নেতৃত্বে এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রীর উদ্দেশ্যে স্টেশন মাস্টারের হাতে ৫ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। পরে এ.আই.ডি.ওয়াই.ও ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ভবতোষ দে বলেন, রেলকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে সরকার। সাড়ে তিন লক্ষের উপর শূন্য পদ রয়েছে। তা পূরণ করছে না কেন্দ্রীয় সরকার। অবিলম্বে এই শূন্য পদ পূরণ করার দাবি জানিয়েছে তারা। এছাড়া রেল দুর্ঘটনার বিরুদ্ধেও সরব হয় তারা।