স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : কম্পিউটার প্রশিক্ষকদের চাকুরির নিশ্চয়তা প্রদান করা সহ দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘ। এইদিন অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘের সদস্য সদস্যারা আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে অফিসলেনস্থিত শিক্ষা ভবনের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের মুখপাত্র শুভঙ্কর রায়।
তিনি জানান প্রায় ৩৬৫ জন কম্পিউটার প্রশিক্ষক রয়েছেন। যাদের চাকুরির মেয়াদ কিছুদিন পরে ৫ বছর পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখনো তাদের চাকুরির কোন নিশ্চয়তা নেই। তাই তাদের দাবি কম্পিউটার প্রশিক্ষকদের চাকুরির নিশ্চয়তা প্রদান করা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আইসিটি প্রজেক্ট থেকে কে কতটুকু লাভ পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা যদি লাভ না পায় তাহলে এই শিক্ষা মূল্যহীন। আর যারা এই কম্পিউটার শিক্ষাদানের সঙ্গে জড়িত তাদেরকে যদি পাঁচ বছর পর পর পেন্ডুলামের মত আয়ারাম গোয়ারাম করে দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলবে না। কারণ বহু কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন যারা প্রথম ব্যাচের। পাঁচ বছর পূর্ণ হতে তাদের আর বাকি মাত্র ছয় সাত মাস।
কিন্তু এই মুহূর্তে যদি তাদের চাকরির সুনিশ্চয়তা না থাকে তাহলে শিক্ষক-শিক্ষিকারা অন্যদিকে ঝুকবে। এতে করে আইসিটি প্রজেক্ট এর শিক্ষা ব্যবস্থা বাধাপ্রাপ্ত হবে। তাই তাদের দাবি হয়ে হচ্ছে ২০২১ সালে সরকার এই শিক্ষাব্যবস্থা পুনরায় চালু যেহেতু করেছে, সেই হিসেবে এই মুহূর্তে এই কম্পিউটার শিক্ষা যাতে ত্রিপুরায় সার্বিক সফলতা লাভ করতে পারে এবং ছাত্রছাত্রীরা ও যাতে সত্যিকার অর্থে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে এর জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি আইসিটি প্রজেক্ট এ কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা যাতে ন্যূনতম সামাজিক ভাবে বাঁচার জন্য ব্যবস্থা করতে হবে সরকারকে।