Sunday, October 6, 2024
বাড়িরাজ্যযানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ, আগরতলা পুর নিগম ও পরিবহন দপ্তরের যৌথ...

যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ, আগরতলা পুর নিগম ও পরিবহন দপ্তরের যৌথ অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : শারদ উৎসব আসতেই যানজট মুক্ত করতে মনে হলো প্রশাসনিক বাবুদের। বৃহস্পতিবার আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ, আগরতলা পুর নিগম ও পরিবহন দপ্তরের যৌথ অভিযান শুরু হয়। দুর্গা পূজাকে সামনে রেখে এইদিন পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়। মূলত এইদিন অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে এইদিন অভিযান চালানো হয়।

এইদিন অবৈধভাবে পার্কিং করা একাধিক বাইককে জরিমানা করা হয়। একটি গাড়িকে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একটি অটোতে নোটিস লাগিয়ে দেওয়া হয়। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান দুর্গা পুজার পূর্বে মানুষ যেন সাচ্ছন্দে আগরতলা শহরে চলাফেরা করতে পারে তার জন্য এইদিন ট্রাফিক পুলিশ, আগরতলা পুর নিগম ও পরিবহন দপ্তরের যৌথ ভাবে অভিযানে নেমেছে। ইতিপূর্বে যান চালকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। তাই এইদিন যারা যানবাহন অবৈধ ভাবে পার্কিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি। তবে এই অভিযান কতটা স্বার্থক হয় সেটাই এখন দেখার বিষয়। শহরে যানজট এখন মানুষের নিত্য সঙ্গী। যখন ট্রাফিক কর্মীরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পকেট ভর্তি করতে মাথার ঘাম পায়ে ফেলছে তখন শহর যানজটে কাহিল। পরিষেবার নগ্ন অবস্থায় রীতিমতো মানুষের সামনে পরিষ্কার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য