স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য সদস্যারা এক এক করে শপথ গ্রহণ করেন। তারপর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি হিসাবে বলাই গোস্বামী ও বিশ্বজিৎ শিলকে নির্বাচিত করা হয়। যথারীতি তারাও শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে। বিভিন্ন পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও পুর পরিষদ গুলি স্বচ্ছতার সাথে কাজ করছে। মানুষ সুযোগ দিয়েছে। সেই সুযোগের সদ ব্যবহার করতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার যে ভাবে কাজ করছে, সেই ভাবে পঞ্চায়েত গুলিকেও কাজ করতে হবে। অনেক সময় অনেক জায়গা থেকে অনেক ধরনের খবর আসে। এইটা কাম্য নয়। মুখ্যমন্ত্রী এইদিন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সাধারন মানুষকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য ত্রি-স্তর পঞ্চায়েতের নব নির্বাচিত সদস্য সদস্যাদের প্রতি আহ্বান জানান। পঞ্চায়েত গুলির অনেক কাজ রয়েছে। স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিতে হবে। জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতিদের একটা সাম্মানিক ভাতা প্রদান করা হয়। যাতে করে স্বচ্ছতা বজায় থাকে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গুলিতেও এই ব্যবস্থা চালু রয়েছে। গ্রাম পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প গুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত গুলির মূল ভুমিকা থাকে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে এইদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক কিশোর বর্মণ, বিধায়িকা মিনারানি সরকার, বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরাও উপস্থিত ছিলেন।