স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : জনজাতির ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবিতে গত ২৭ আগস্ট টি এস ইউ -র পক্ষ থেকে গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরে অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে যদি ছাত্রছাত্রীদের স্কলারশিপ মিটিয়ে দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। হাতে আর মাত্র তিন দিন সময়। এখন পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হচ্ছে না।
এই তিন দিনের মধ্যে যদি স্কলারশিপ প্রদান করা না হয় তাহলে ছাত্রদের কতটা ক্ষমতা রয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে সারপ্রাইজ দেওয়া হবে। এই আন্দোলন জনজাতি দপ্তরে ঐতিহাসিক আন্দোলন হবে। এর জন্য রাজ্যের ছাত্রছাত্রীরা প্রস্তুত রয়েছে। বুধবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টিএসইউ রাজ্য সম্পাদক সজিৎ ত্রিপুরা। তথ্য তুলে ধরে তিনি বলেন, পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছে ৩৫ হাজার ৬৬৫ জন। প্রি-মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন ১২ হাজার ২৯৯ জন। কিন্তু প্রি-মেট্রিকে মাত্র ২ হাজার ৮২৬ জনকে স্কলারসিপ প্রদান করা হয়েছে। এখনো প্রায় ৯ হাজার ছাত্র-ছাত্রী স্কলারসিপ পায় নি। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা পশ্চিমবঙ্গের বি এড কলেজে পাঠরত রয়েছে। তাদের ভর্তির শেষ তারিখ ছিল গত ১০ সেপ্টেম্বর। তারা ভর্তির জন্য টাকা দিতে পারেনি। কারণ এই ছাত্রছাত্রীরা স্কলারশিপ এর উপর নির্ভর করেই পড়াশোনা করে। পাশাপাশি এদিন দপ্তরের মন্ত্রী বিকাশ ডিপ্লমার দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অথচ এখন পর্যন্ত এ বিষয় নিয়ে মুখ পর্যন্ত খুলেননি মন্ত্রী। এ বিষয় নিয়েও সরব হবে বলে জানিয়েছেন তিনি।