স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : বুধবার সকালে প্রীতম দাস নামে এক নাচের শিক্ষক ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। আহত প্রিতমের বাড়ি ধর্মনগর মধ্য নয়া পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রীতম এবং তার মার মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে।
গত রবিবার প্রীতম ছাত্রীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ছাত্রীর মাকে জানায় তাকে দুষ্কৃতিকারীরা মারধর করার চেষ্টা করছে। এবং এই দুষ্কৃতিকারীদের তার মা পাঠিয়েছে। তারপর ছাত্রীর মা তাকে আশ্রয় দেয়। কিন্তু এর মধ্যে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। প্রীতম বুধবার সকালে ছাত্রের বাড়িতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সাথে সাথে তাকে ছাত্রের মা নিয়ে আসে ধর্মনগর হাসপাতালে। ধর্মনগর হাসপাতালে নিয়ে আসার পর বর্তমানে সে চিকিৎসাধীন।
তার অবস্থা স্থিতিশীল। ছাত্রীর মা জানান, প্রীতমের বাড়ির লোকজনদের সাথে কথা হয়েছে, প্রীতমের মা জানিয়েছে ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিতে চায় না। দুপুর পর্যন্ত প্রীতমের বাড়ির কেউ আসেনি। আসলে এই ঘটনা পেছনে কি রহস্য রয়েছে সেটা এখনো সামনে উঠে আসেনি। থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার মূল রহস্য সামনে উঠে আসবে বলে অভিমত ধর্মনগর বাসীর।