Thursday, November 14, 2024
বাড়িরাজ্যবেতন বৃদ্ধির দাবিতে বনমিত্রদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে বনমিত্রদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : রাজ্যের বনমিত্রদের মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বনমিত্রদের জন্য নির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থা করা সহ তিন দফা দাবিতে সোমবার বনদপ্তরের মুখ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত বনমিত্রদের বক্তব্য তারা ২০২১ সালে ৩০৮০ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল ১ হাজার ২০০ জন। পরবর্তী সময়ে তাদের বেতন বেড়ে হয়েছে ৪,৮৪০ টাকা। বর্তমানে তারা মাসে ২০ দিন এই দায়িত্ব পালন করে চলেছে।

তাদের দাবি অবিলম্বে তাদের অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে মাসিক ১৫ হাজার টাকা করা। এই দাবিতে সোমবার তারা সরব হয়েছে। গোর্খাবস্তি এলাকায় একটি মিছিল সংঘটিত করে তারা বনদপ্তরের মুখ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায়। তারা জানায়, বেতন বৃদ্ধি না করার কারণে বহু কর্মী কাজ ছেড়ে চলে গেছে। বর্তমানে তারা সাত শতাধিক কর্মী রয়েছেন। তারা বহুবার বনদপ্তরের মুখ্য আধিকারিক এর কাছে দাবি জানিয়েছে বেতন বৃদ্ধি করার।

তিনি আশ্বস্ত করেছিলেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেতন বৃদ্ধি করার কোন নাম গন্ধ নেই। তাই তারা পুনরায় বিক্ষোভে শামিল হয়ে বনদপ্তরের মূখ্য অধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানিয়েছেন যাতে অবিলম্বে তাদের ১৫০০০ টাকা বেতন দেওয়া হয়। নাহলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য দাবি জানায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য