Wednesday, March 12, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ কর্মীদের মারধরের ঘটনায় আটক এক

বিদ্যুৎ কর্মীদের মারধরের ঘটনায় আটক এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : বিলোনিয়ায় বিদ্যুৎ কর্মীদের হেনস্থা ও মারধরের ঘটনায় আটক এক। ধৃতের নাম সমরজ্যোতি ধর। বাড়ি বললামুখা এলাকায়। ঘটনার সূত্রপাত শনিবার মধ্যেরাতে বিলোনিয়ার বিদ্যুৎ কর্মীরা যখন বিদ্যুতের লাইন সারায় করতে বললামুখা এলাকায় যায়, তখন একদল দুষ্কৃতী তাদের উপর আক্রমণ চালায়।

আর এতে আহত হয় তিন বিদ্যুৎ কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ কর্মীরা রবিবার সকালে পথ অবরোধে নামে বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যুৎ দপ্তরে আধিকারিকদের উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিদ্যুৎ কর্মীরা। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরের অধিকারীকরা সাতজন দুষ্কৃতিকারীর নাম ধাম দিয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করে রবিবার বিকেলে। অভিযোগ হাতে পেয়ে পুলিশ বেরিয়ে পরে দুষ্কৃতিকারীদের খোঁজে।

সাতজন অভিযুক্তের মধ্যে রবিবার গভীর রাতে আটক করতে সম্ভব হয় সমরজ্যোতি ধর নামে এক দুষ্কৃতীকারীকে। এদিকে অধরা আরো ছয়জন। ধৃত সমরজ্যোতি ধরের বিরুদ্ধে ২০২২সালে ঈশান চন্দ্র এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরও মারধর করার মামলাও চলছে বিলোনিয়া থানায়। এদিকে বিদ্যুৎ কর্মীদের মারধরের ঘটনায় ধৃত সমজ্যোতি ধরের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধী ১২৬(২)/১২৭(২)/১২১(২)/৩(৫) ধারায় মামলা গ্রহণ করে তোলা হয় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে। বিলোনিয়া থানার মামলা নম্বর ৬২/২৪। এখন দেখার বাকি অভিযুক্তদের আটক করতে পারে কিনা বিলোনিয়া থানার পুলিশ। নাকি কোন অদৃশ্য শক্তির কারণে পার পেয়ে যাবে অভিযুক্তরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য