Friday, March 21, 2025
বাড়িরাজ্যফিজিওথেরাপি দিবস উপলক্ষে ক্যুইজ প্রতিযোগিতা

ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ক্যুইজ প্রতিযোগিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : ৮ সেপ্টেম্বর ফিজিওথেরাপি দিবস। ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সোমবার এক ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সাইন্সের পক্ষ থেকে এদিন কলেজে এই ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্য ভিত্তিক এই ক্যুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সাইন্সের এসোসিয়েট প্রফেসর সৌম্য ভট্টাচার্যী জানান, রাজ্যের ১২ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

মূল উদ্দেশ্য হলো ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে মানুষকে অবগত করা। কারণ বর্তমানে মানুষের শারীরিক ব্যাথা বেদনা বেড়েছে। এই শারীরিক সমস্যা ফিজিওথেরাপির মাধ্যমে নির্মম হওয়া সম্ভব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য