স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে রাস্তা অবরোধ করল যুবরাজনগর বিধানসভার এক নং ওয়ার্ড এলাকার মানুষ। সোমবার সকাল থেকে ধর্মনগর মহকুমার ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক নং ওয়ার্ডের যুবরাজ নগর স্কুল সংলগ্ন এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা সাতটার পর থেকে যুবরাজনগর বিধানসভা এলাকায় লো ভোল্টিজ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না।
বিষয়টি বহুবার স্থানীয় নেতৃত্ব সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করে নি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তাই বাধ্য হয়ে এদিন রাস্তা অবরোধে সামিল হয়।স্থানীয়রা আরো জানান, যে তাদের এই অভিযোগ দপ্তর এবং স্থানীয় নেতৃত্ব কেউ পাত্তা দেয়নি। তাই যতক্ষণ না পর্যন্ত স্থায়ী সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পরবর্তী সময় ধর্মনগর থানার পুলিশের হস্তক্ষেপে আপাতত অবরোধকারী অবরোধ মুক্ত করেন। তবে তাদের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলে হুঁশিয়ারি দেন।