Thursday, March 20, 2025
বাড়িরাজ্যজেআরবিটি গ্রুপ ডি -র মেধা তালিকা প্রকাশে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ যুব...

জেআরবিটি গ্রুপ ডি -র মেধা তালিকা প্রকাশে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ যুব কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : শনিবার সন্ধ্যায় রাজ্যের বহু প্রতীক্ষিত এবং চর্চিত জেআরবিটি কর্তৃক গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশিত হয়। ফলাফল ঘোষণের পর থেকেই রাজ্যের যুব কংগ্রেসের দাবি দুর্নীতির সাথে জড়িয়ে অর্থের বিনিময়ে সরকার মেধা তালিকা প্রকাশিত করেছে। এর প্রতিবাদে সোমবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংঘটিত করা হয়।

বিক্ষোভ মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেআরবিটি অফিসের সামনে এসে বিক্ষোভে সামিল হয়। কিন্তু পুলিশ আগে থেকে প্রস্তুতি নিয়ে জেআরবিটি অফিসের মূল ফটক তালা দিয়ে দেয়। বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করতে না পেরে জেআরবিটি অফিসের গেট টপকে ভেতরে প্রবেশ করে বিক্ষোভের শামিল হয়। জেআরবিটি অধিকর্তা অসীম সাহাকে না পেয়ে তারা অভিযোগ তুলে তিনি পালিয়ে গেছেন। জবাব দিতে পারবে না বলে তিনি এই কান্ড কারখানার ঘটিয়েছেন। এ বিষয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিধানসভা অধিবেশন চলাকালীন বিধায়ক সুদিপ রায় বর্মন সরকারের কাছে দাবী করেছিল যাতে গ্রুপ ডি ফলাফল প্রকাশিত হওয়ার আগে গ্রুপ সি চাকরিপ্রাপ্ত কেউ রয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং বহিঃ রাজ্যের ছেলেমেয়েদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দাবি করেছিলেন।

 কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে তালিকায় গ্রুপ সি চাকরি প্রাপ্ত বহু যুবক-যুবতী রয়েছে। পাশাপাশি অপেক্ষা তালিকা প্রকাশিত করা হয়নি। এভাবে বেকারদের সাথে ছেলে খেলা হয়েছে বলে দাবি করেন তারা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হুলুস্থূল কান্ড সংগঠিত হয় জেআরবিটি অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিম আগরতলা থানার পুলিশকে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত তারা অফিসের ভেতর প্রবেশ করে বিক্ষোভের শামিল হয়। দাবি করে অবিলম্বে গ্রুপ ডি চাকরির অপেক্ষা তালিকা প্রকাশ করতে হবে এবং মৌখিক ও লিখিত পরীক্ষার ফলাফল সামনে আনতে হবে। শেষ পর্যন্ত অধিকর্তা অসীম সাহা আসতে বাধ্য হয়। যুব কংগ্রেসের প্রতিনিধিদের সাথে কথা বলে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। তারপর আন্দোলন প্রত্যাহার করে যুব কংগ্রেস কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য