স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : ভিলেজ কাউন্সিল নিয়ে শুক্রবার এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, খুব শীঘ্রই ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করতে চলেছে প্রশাসন। এর নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক। বৈঠকে আলোচনা হয়েছে ভিলেজ কমিটির নির্বাচনের রণকৌশল নিয়ে। বিশেষ করে কিভাবে লড়াই ময়দানে কংগ্রেস মানুষকে নিয়ে এগুবে এ বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি আলোচনা হয় মনোনয়ন পত্র দাখিল করতে বাধা দিলে এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করতে প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করলে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সার্বিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।