স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকে ১৫৬ টি শূন্য পদ পূরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে ব্যাঙ্কের এমডি-র নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। এইদিন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যাঙ্কের এমডি-র নিকট ডেপুটেশান প্রদান করে।
যুব কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ১৫৬ টি শূন্য পদ পূরণের জন্য বহিঃরাজ্যে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দিতে গিয়ে রাজ্যের এক পরীক্ষার্থীর মৃত্যুও হয়। তখনই যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যাঙ্কের এমডি-র নিকট ডেপুটেশান প্রদান করা হয়। তখন এমডি জানিয়েছেন পরীক্ষা নেওয়া হয়েছে আইবিপিএস-এর মাধ্যমে। সুতরাং এই ক্ষেত্রে ব্যাঙ্কের কোন কিছু করার নেই। কিন্তু দেখা গেছে সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। আইবিপিএস-এর ওয়েব সাইটে কোন ফলাফল প্রকাশ করা হয় নি। তিনি অভিযোগ করেন চাকুরি গুলি টাকার বিনিময়ে বিক্রয় করে দেওয়া হয়েছে। তিনি দাবি জানান পরীক্ষার ফলাফল আইবিপিএস-এর মাধ্যমে প্রকাশ করা হোক।