Friday, November 8, 2024
বাড়িরাজ্যপরীক্ষায় বসতে পারল না ২৮ জন ছাত্র-ছাত্রী

পরীক্ষায় বসতে পারল না ২৮ জন ছাত্র-ছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকার কারণে পরীক্ষায় বসতে পারল না একাদশ শ্রেণীর বহু ছাত্র-ছাত্রী। ঘটনা শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে। শুক্রবার একাদশ শ্রেনীর পরিক্ষা ছিল। একাদশ শ্রেনীতে মোট ১৪১ জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে ২৮ জন ছাত্র ছাত্রীকে পরিক্ষায় বসতে দেওয়া হয়নি। এর কারন জানত চাইলে জানা যায় এই সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার ছিলো খুবই নগন্য। ছাত্র ছাত্রীরা দরজার বাইরে দাড়িয়ে পরিক্ষা দেবার জন্য সুযোগ খুঁজলেও বিদ্যালয় কতৃপক্ষ সুযোগ দেয় নি।

এই নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মিনাক্ষী ত্রিপুরার নিকট জানতে চাইলে তিনি জানান। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা ভর্তি হবার সময় থেকে বলা হয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী ৭৫ শতাংশ বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। সময় মতো বিদ্যালয়ে আসতে হবে। এই নিয়ে শিক্ষক ও অভিবাবকদের নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনার অভিভাবকদের স্বাক্ষর রাখা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এই আলোচনা আসেননি।  সকল ছাত্র ছাত্রীদের এই বিষয়ে অবগত করার পরেও ২৮ জন ছাত্র ছাত্রীরা সঠিকভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকা প্রয়োজন বোধ করেনি। যার ফলে আজকের দিনে এই ছাত্র ছাত্রীরা পরিক্ষায় বসতে না পেরে শিক্ষক শিক্ষিকাদের দোষারোপ করছে। ছাত্র ছাত্রীদের কাছ থেকে অভিযোগ উঠে এসেছে কিছু সংখ্যক ছাত্র ছাত্রীর উপস্থিতির হার কম হয়েও তারা পরিক্ষায় বসতে পেরেছে। এই নিয়ে জানা যায় ছাত্র ছাত্রীরা বছর বাঁচাও পক্রিয়ার বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই ছাত্র ছাত্রীরা পরিক্ষার কিছুদিন আগে ভর্তি হবার ফলে তাদের উপস্থিতির হার কম। তাদের ভর্তির দিন থেকে আজকের দিনের উপস্থিতির হার হিসাব করে তাদেরকে পরিক্ষায় বসতে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একটি মহলের অভিমত, শিক্ষার্থীরা পরিক্ষায় বসতে না পারায় ছাত্র ছাত্রীরা এবং তাদের অভিবাবকরা কিছুটা জাগ্রত হবে এবং অভিবাব করা তাদের ছেলে মেয়েরা সঠিকভাবে বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে নজর দেবে। এতে করে ছাত্র ছাত্রীদের আগামীদিনের ভবিষ্যৎ আরো উজ্বল হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য