Friday, April 25, 2025
বাড়িরাজ্যমহিলা কমিশনের এক বছরের খতিয়ান তুলে ধরলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

মহিলা কমিশনের এক বছরের খতিয়ান তুলে ধরলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : রাজ্যের মহিলা সংক্রান্ত ঘটনাগুলি দ্রুত কাউন্সেলিং এর মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছে ত্রিপুরা মহিলা কমিশন। শুক্রবার ত্রিপুরা মহিলা কমিশন অফিসে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। তিনি বলেন ত্রিপুরা মহিলা কমিশন যখন মহিলা সংক্রান্ত কোনো ঘটনার অভিযোগ পায় তখন সাথে সাথে বাদী ও বিবাদী দুই পক্ষের সাথে বৈঠক করে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করা হয়।

যদি মীমাংসা হয়ে যায় তাহলেও সে মহিলার সাথে পরবর্তী সময় যোগাযোগ রেখে সবকিছু ঠিকমতো চলছে কিনা সেই বিষয়ে অবগত হয় মহিলা কমিশন। গত ২০২৩ সালের এপ্রিল মাস থেকে চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত ১৩৫৬ টি অভিযোগ জমা পড়ে ত্রিপুরা মহিলা কমিশনে। এর মধ্যে ৪০৯ টি কাউন্সিলিং হয়। ১৫৩ টি সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু যেগুলি কাউন্সিলিং করা সম্ভব হয়নি সেইগুলি হয়তো অন্য কোনভাবে মীমাংসা করেছে তাদের পরিবার। আরো বলেন গত এক বছরে ২২ টি তদন্ত হয়েছে। আর্থিকভাবে দুর্বল অভিযোগ কারীদের হয়ে সাতটি ঘটনায় ৩১ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। এবং গত এক বছরে ৯ টি ঘটনা পুলিশকে পাঠানো হয়েছে। পাশাপাশি যেদিন তিনি গত চার মাসে তথ্য তুলে ধরেন।

অর্থাৎ গত এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত ৪৪৬ টি অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনে। এর মধ্যে ১১৫ টি কাউন্সিলিং হয়েছে। নিষ্পত্তি হয়েছে ৪৭ টি। তিনজন মহিলাকে সেল্টার হাউজে পাঠানো হয়েছে। মহিলাদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে সচেতন মূলক শিবির করা হচ্ছে। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যমে পরকীয়া ঘটনা বেড়ে চলেছে। এ বিষয়টির দিক ও বিশেষ গুরুত্ব দিয়ে শিবির করা হচ্ছে। পাশাপাশি ড্রাগসের কবলে পড়ে এইডস আক্রান্তের ঘটনা বেড়েছে। তাই নেশা থেকে দূরে রাখার জন্য সচেতনমূলক কর্মসূচি করা হচ্ছে। আগামী দশ অক্টোবর মুক্তধারা অডিটোরিয়ামে সাইবার ক্রাইম এর উপর এক সচেতন মূলক শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে যেদিন মহিলা কমিশনের অন্যান্য পদাধিকারী উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য