Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের করুন অবস্থা, প্রতিবাদ জানিয়ে গ্রামবাসী তালা ঝুলাতে গেলে...

বিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের করুন অবস্থা, প্রতিবাদ জানিয়ে গ্রামবাসী তালা ঝুলাতে গেলে বাধা দিলেন স্থানীয় নেতৃত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : চুরাইবাড়ির একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের করুন অবস্থা। ফিল্টারের ট্যাংকের মধ্যে শামুক ও বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীরা এর প্রতিবাদ করেন। ২০১৯ সালে ঘটা করে রাজ্য সরকার চুরাইবাড়িতে অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে এক লক্ষ লিটার গ্যালেনের এই ওয়াটার প্লান্টেশনটি উদ্বোধন করে। এরপর থেকে যথারীতি সুন্দর ভাবে পানীয় জল পাইপ লাইনের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছিল।

মূলতঃ এই ওয়াটার প্লান্টেশনের অধীনে রয়েছে ছয়টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। তাছাড়াও খেড়েংজুড়িতে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রী নিবাস ও বিভিন্ন স্কুল রয়েছে এর আওতায় যারা এই বিশুদ্ধ পানীয় জলের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে ডিডব্লিউএস দপ্তরের এসডিও জুয়েল আহমেদ ও এই প্রকল্পের টিকেদার অরুন ভট্টাচার্য এদিকে কোন নজরেই দিচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ট্যাংকের জল গুলো নালার জলের থেকেও জঘন্য অবস্থায় রয়েছে।

পাথর ও বালু পরিবর্তন করা হচ্ছে না বলে জলের এই করুন অবস্থা বলে জানান গ্রামবাসীরা। বুধবার পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার প্রায় শতাধিক লোক সেখানে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। তারা এই ঠিকাদার বদল করার দাবিও তুলেছেন। কিন্তু তারা জানান একাধিকবার আধিকারিক এর নিকট অভিযোগ জানালেও কোন কাজই হচ্ছে না। ফলে এই নোংরা জল পান করে জল বাহিত বিভিন্ন রোগে ভুগবে বলে জানান গ্রামবাসীরা। গ্রামবাসীরা এই ওয়াটার প্লান্টেশনের ঘরে তালা লাগাতে চাইলে পরে স্থানীয় শাসক দলীয় নেতৃত্ব তাদের তালা লাগানো থেকে বিরত রাখেন। ফলে অতিসত্বর ট্যাংকগুলি মেরামত করে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দাবি করেন গ্রামবাসীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য