স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে দুইজন বাংলাদেশী নাগরিক আটক আমবাসা রেল স্টেশন থেকে। এইদিন আমবাসা জিআরপি থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নিকট গোপন সংবাদ পৌছায় কয়েকজন বাংলাদেশী নাগরিক আগরতলা থেকে শিলচর গামী রেলে চেপে বহিঃরাজ্যে পাড়ি দিতে পারে। সেই খবর অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এবং আমবাসা রেল পুলিশ নজরদারি চালায় আমবাসা রেল স্টেশনে।
যথারীতি আমবাসা রেল স্টেশন থেকে আটক করা হয় দুই জন বাংলাদেশী মহিলাকে। একজনের নাম স্মৃতি খাতুন এবং সারমিন আক্তার তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর এলাকায়। পুলিশ জানতে পারে তারা রইস্যাবাড়ী এলাকা দিয়ে গত পরশু দিন ভারতে প্রবেশ করে সেখানে এক রাত্র থাকে আজ সকালে আমবাসা রেল স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুলিশ জানতে পারে তারা মোট নয়জন ছিল দুইজন আটক হতেই বাকী সাতজন পালিয়ে যায়।
তাদের কাছ থেকে ভারতীয় ১৩২০ টাকা এবং বাংলাদেশী ৫০৫০ টাকা বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে ধৃত দইজন কে আমবাসা মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা যায় তারা সকলেই কাজের সন্ধানে চেন্নাই যাবে।