স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : বুধবার সকালে রাজধানীর মঠ চৌমুহনি এলাকায় টায়ার পাম্পের ট্যাংক বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হয় দোকানের মালিকের ভাই। আহত ব্যক্তির নাম উজ্জ্বল দেব। বাড়ি রানিরবাজার রতন নগর এলাকায়।
এ বিষয়ে উজ্জ্বল দেবের ভাই জানান সকালবেলা দশটা নাগাদ এই ঘটনা সংঘটিত হয়েছে। আচমকা পাম্পের মেশিন বিস্ফোরণ ঘটে তার ভাই আহত হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন হাতে।