স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ী শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক জনের। গুরুতর ভাবে আহত হল ৬ জন। ঘটনার বিবরনে জানা যায় বুধবার সকালে শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ীর শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় TR-08D-1639 নাম্বারের মালবাহী তিন চাকার অটো গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এতে গুরুতর ভাবে আহত হয় গাড়িতে থাকা ৭ জন।
দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোরা থানার পুলিশ। বাইখোরা থানার ওসি জানান আহতদের জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করে দেন। তিনি আরও জানান ঘটনাস্থলে একটি মৃত কুকুর পাওয়া গেছে। জানা গেছে মালবাহী অটো গাড়িটির সাথে কুকুরটির ধাক্কা লাগে। ফলে মালবাহী অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে।
তিনি আরও জানান মৃত কুকুরটির ময়না তদন্ত করা হয়েছে স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে। পাশাপাশি মৃত ব্যক্তির ময়না তদন্ত করা হয়েছে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। এইদিকে আহত বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম শঙ্কর দত্ত। তার বাড়ি জোলাইবাড়ীর শ্যামসুন্দর পাড়ায়। অপরদিকে আহতরা হল শ্যামসুন্দর পাড়ার বাসিন্দা বিজয় মজুমদার, শান্তিনিকেতন পাড়ার বাসিন্দা আশিষ সরকার, মহামুনি টিলার বাসিন্দা কেশব দেবনাথ, সাগরডেপার বাসিন্দা সম্ভু মুহুরী, শ্যামসুন্দর পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস এবং সাঁচীরামবাড়ীর বাসিন্দা শঙ্কর মজুমদার।