Thursday, September 12, 2024
বাড়িরাজ্যনিয়োগের দাবিতে ডেপুটেশন জিওথেরাপিস্টদের      

নিয়োগের দাবিতে ডেপুটেশন জিওথেরাপিস্টদের      

    স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : গত ৮ বছর ধরে রাজ্যে ফিজিওথেরাপিস্ট নিয়োগ বন্ধ হয়ে আছে। অবিলম্বে রাজ্যে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করার জন্য দাবি জানিয়ে মঙ্গলবার ডিগ্রিধারী বেকার ফিজিওথেরাপিস্টরা স্বাস্থ্য দপ্তরে যায়। সেখানে ডেপুটেশন প্রদান করে তারা দাবি জানান অবিলম্বে রাজ্যের ২১০ জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করার জন্য। তারা আরো জানান, আর টি আই -র মাধ্যমে তারা জানতে পেরেছে বর্তমানে ফিজিওথেরাপিস্টের ১১ টি শূন্যপদ রয়েছে। বেকার ফিজিওথেরাপিস্ট রয়েছে প্রায় আট শতাধিক।

বিগত বছর যখন তারা ডেপুটেশন দিতে এসেছিল তখন তাদের আধিকারিক জানিয়েছিল ফাইল উপরে মহলে পাঠানো হয়েছে। ধৈর্য ধরার জন্য। কিন্তু দেখা গেছে এভাবে এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়নি। তাই পুনরায় তারা ডেপুটেশন প্রদান করে দাবি জানায় অবিলম্বে রাজ্যে ২১০ টি ফিজিওথেরাপিস্টের শূন্যপদ পূরণ করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য