Friday, September 13, 2024
বাড়িরাজ্যস্বর্না দাসের মৃতদেহ তুলে দেওয়া হলো বাংলাদেশের প্রশাসনের কাছে

স্বর্না দাসের মৃতদেহ তুলে দেওয়া হলো বাংলাদেশের প্রশাসনের কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : মঙ্গলবার কৈলাসহরের ভারত – বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত মনু ল্যান্ড কাস্টমস দিয়ে বাংলাদেশের ১৬ বছরের স্বর্না দাসের মৃতদেহ বি.এস.এফ বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তোলে দিয়েছে। এদিন দুপুরে মৃতদেহের ময়না তদন্তের পর কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বি.এস.এফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ফ্ল্যাগ মিটিং-এর পর ১৬ বছরের স্বর্না দাসের মৃতদেহ দেখানো হয় মৃতার বাবা ফরেন্দ্র কুমার দাসকে। ফরেন্দ্র কুমার দাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন এলাকার স্থায়ী বাসিন্দা। ফরেন্দ্র কুমার দাস মৃতদেহ দেখে সনাক্ত করে জানান যে, মৃতদেহটি তার ১৬ বছরের মেয়ে স্বর্না দাসের। পরবর্তী সময়ে বি.এস.এফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে অফিসিয়াল কাজকর্ম শেষ করে বি.এস.এফ মৃতদেহটি বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে তোলে দেন। মৃতদেহ হস্তান্তর করার পর ইরানি থানার পুলিশ জানায়, ১৬ বছরের স্বর্না দাস বাংলাদেশের নাগরিক এবং মৃতদেহ বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে হস্তান্তর করার সময় মৃতার বাবা ফরেন্দ্র কুমার দাস উপস্থিত ছিলেন।

গুলীটি বি.এস.এফ নাকি বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে কে করেছে সেটা ফরেন্সিক রিপোর্ট আসলেই বুঝা যাবে। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ১৬ বছরে তিনি নাবালিকা মেয়েটি তার মা বাবার সাথে সীমান্ত দিন গিয়ে ভারতে প্রবেশ করার জন্য চেষ্টা করলে সীমান্ত রক্ষীরা গুলি চালায়। তখন তার মৃত্যু হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য