স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : তিন নেশা সেবনকারিকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। ঘটনা সোমবার রাতে ধর্মনগর থানাধীন সোনারু বাসা এলাকায়। এলাকার এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় এলাকার কুখ্যাত নেশাকারবারি হেলাল উদ্দিনের বাড়িতে সোমবার রাতে কয়েকটি বাইক নিয়ে বেশ কয়েকজন নেশা সেবনকারীরা প্রবেশ করে।
তখন এলাকার লোকজন একত্রিত হয়ে হেলাল উদ্দিনের বাড়িতে হানা দেয়। এই সুযোগে দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসিরা পালিয়ে যাওয়ার সময় সোনারু বাসা এস.বি স্কুলের সামনে থেকে দুইটি বাইক সহ তিন জনকে আটক করে। ধৃতরা হল ধর্মনগর ও কদমতলা থানা এলাকার দ্বীপ দাস, সন্দিপ নাথ ও গৌরাঙ্গ গোস্বামী। উত্তেজিত গ্রামবাসীরা ধৃত তিন নেশা সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে তাদের বাইক দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভানোর আগেই বাইক দুইটি পুড়ে ছাই হয়ে যায়। এইদিকে গ্রামবাসিরা ধৃত তিন জনকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় ঐ যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কুখ্যাত নেশাকারবারি হেলাল উদ্দিন আগেও একবার পুলিশের হাতে ধরা পড়েছিল। তিনমাস জেলে ছিল সে। জেল থেকে হেলাল উদ্দিন ছাড়া পাওয়ার পর এলাকায় চুরি ছিনতাইর ঘটনা বৃদ্ধি পেয়েছে।