স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : ডাবল ইঞ্জিন সরকারের আমলে কোন কিছুর জন্য সরকারের কাছে আন্দোলন করতে হয় না। চাওয়ার আগে সরকার সবকিছু জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। দিকে দিকে শুধু উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। কিন্তু এমনটাই দাবি করা সরকারের আমলে আগরতলা শহরের অন্যতম বনেদি স্কুল প্রগতি বিদ্যা ভবনের প্রবেশের রাস্তা সংস্কার করতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাতে হলো অভিভাবকদের! কথাটি শুনে অবাক লাগলেও অভিভাবকরা নাকি চিঠি প্রেরণ করেছেন বলে দাবি করেন মঙ্গলবার। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে প্রগতি বিদ্যা ভবনের প্রবেশের রাস্তাটি।
এই বেহাল রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতি নিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়াদের। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বিদ্যালয়ের পড়ুয়াদের। এই নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। মঙ্গলবার অভিভাবকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। পড়ুয়ারা বিদ্যালয়ে যেতে পারে না। পা ফসকে পড়ে যায় কচিকাঁচারা। অভিভাবকদের দাবি বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। যাতে করে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে। তাদের আরো বক্তব্য স্কুলের একটা সুনাম রয়েছে, কিন্তু এই স্কুলের রাস্তার অবস্থা যদি এমনটা হয় তাহলে তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের কি স্কুলে পড়াবে? যাইহোক সবশেষে তারা সরকারের উদ্দেশ্যে আবারো দাবি জানিয়েছে যাতে সনামধন্য স্কুলের রাস্তাটি সংস্কার করা হয়।