Friday, September 13, 2024
বাড়িরাজ্যবিজেপি -র ২০২৪ সালের সদস্যতা অভিযানের সূচনা

বিজেপি -র ২০২৪ সালের সদস্যতা অভিযানের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির হাত ধরে সূচনা হয় বিজেপির ২০২৪ সালের সদস্যতা অভিযান। মঙ্গলবার প্রদেশ বিজেপি-র উদ্যোগে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সূচনা হয় বিজেপির সদস্যতা অভিযান। এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

পরে মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা মেম্বার শিপ গ্রহণ করেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এই বছর বিজেপির সর্বভারতীয় স্তরে প্রথম পর্যায়ে সদস্যতা অভিযানে লক্ষ্যমাত্রা ১০ কোটির অধিক। গত বছর বিজেপির সর্ব ভারতীয় স্তরে সদস্যতা অভিযানে প্রায় ১৮ কোটি মেম্বার হয়েছিল। ত্রিপুরা রাজ্যে ২০১৯ সালের আগে ১ লক্ষ ২৪ হাজার মেম্বার ছিল। ২০১৯ সালে ৬ লক্ষ ৫০ হাজার মেম্বার বৃদ্ধি পায়। এইবার ত্রিপুরা রাজ্যের লক্ষ্যমাত্রা ১২ লক্ষ মেম্বার করা। লক্ষ্যমাত্রায় পৌঁছানোর লক্ষ্যে ইতিমধ্যে কর্মশালা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি একটা পরিবারের মতো। সদস্যতা অভিযানের মাধ্যমে বুথ স্তর পর্যন্ত যাওয়া হবে। অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি আলোচনা করতে গিয়ে বলেন ২০১৪ সালে বিজেপির অন লাইন মেম্বারশিপ চালু হয়েছিল।

সেই সময় বিশ্বের সবচেয়ে বড় পার্টি পরিণত হয়েছিল বিজেপি। সদস্যতা অভিযান সফল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ শিবির বুথস্তর পর্যন্ত করা হয়েছে। রাজীব ভট্টাচার্য আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সদস্যতা অভিযানে এইবার নিজেদের লক্ষ্যমাত্রায় পৌছাতে পারবে। অন লাইন ও অফ লাইন উভয় ভাবে বিজেপির মেম্বার হওয়ার সুযোগ রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য