Thursday, March 27, 2025
বাড়িরাজ্যনিয়োগ প্রক্রিয়ার ঢিলে গতির প্রতিবাদে বিক্ষোভ পুলিশের সদর কার্যালয়ের সামনে

নিয়োগ প্রক্রিয়ার ঢিলে গতির প্রতিবাদে বিক্ষোভ পুলিশের সদর কার্যালয়ের সামনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : বর্তমানে বেকার যন্ত্রণা বাড়িয়ে তুলছে নিয়োগ প্রক্রিয়ার ঢিলে গতি। কখনো জেল পুলিশের চাকরি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বিক্ষোভ, আবার কখনো ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ করার জন্য বিক্ষোভ করছে বেকাররা। এর সাথে সংযুক্ত হলো ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার ঢিলেমি গতি। যে নিয়োগ প্রক্রিয়া কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার এবং তার দপ্তর যুবক যুবতীদের নিয়ে ছেলে খেলা করছে।

বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে এক প্রকার ভাবে আশাহত করে ফেলছে রাজ্যের লক্ষ লক্ষ বেকারকে। এর জবাব নেই রাজ্য সরকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছে। মঙ্গলবার রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য দাবি তুলে বিক্ষোভে শামিল হয় শত শত বেকার যুবক-যুবতী। তারা পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য ২০২২ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে।

 বিজ্ঞাপন বের হয়েছিল এক হাজার শূন্যপদে পুরুষ ও মহিলা কনেস্টবল নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে তারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬২০০ জন লিখিত পরীক্ষা দেয়। এখন তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করে মৌখিক পরীক্ষা এবং মেডিকেলের জন্য তাদের ডাকা হচ্ছে না। এর জন্য দুর্গাপূজার আগেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দাবি তুলে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান। তারা আরো জানায় এর আগেও তারা ডেপুটেশন দেয়। তখন তাদের আশা দেওয়া হয়েছিল যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস হয়ে গেল তাদের বাকি নিয়োগের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না। তাই তারা পুনরায় পুলিশের সদর কার্যালয়ে এসেছে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য