Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যমূর্তি ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মূর্তি ভাঙার ঘটনা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : গত কয়েকদিন ধরে রানীরবাজার এবং বিশালগড় সহ বেশ কয়েকটি জায়গায় দুর্বৃত্তরা প্রতিমা ভেঙেছে। এই ঘটনাগুলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবার কড়া বার্তা দেন। সোমবার রাজধানীর জ্যাকসন গেট এলাকায় এক রক্তদান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মূর্তি ভাঙ্গার ঘটনা কোনভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা যখনই সংগঠিত হয়েছে সাথে সাথে পুলিশ দ্বারা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এ ধরনের ঘটনায় পেছনে দায়ী করলেন আকার ইঙ্গিতে। মুখ্যমন্ত্রী বলেন অনেকের সহ্য হচ্ছে না রাজ্যের শান্তির পরিবেশ। তাই যাদের দ্বারা এই ধরনের ঘটনা সংগঠিত করছে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যাতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকেন। নাহলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য , বর্তমানে এক জলন্ত ইস্যু বিশালগড় ও রানীরবাজারের কালী মূর্তি ভাঙ্গার ঘটনা। পরবর্তী সময় শান্তির বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। তাই এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য