Friday, November 8, 2024
বাড়িরাজ্যবেকার যন্ত্রণা সহ্য করতে না পেরে সরকারের কাছে বিষ চাইলো চাকরি প্রত্যাশীরা

বেকার যন্ত্রণা সহ্য করতে না পেরে সরকারের কাছে বিষ চাইলো চাকরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : বেকারদের কি গায়ে লাগছে না সরকারের? এভাবে বেকার নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না। অনেক হয়েছে, এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে। সরকার যদি ইতিমধ্যে ত্রিপুরা ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলন দেখবে সরকার। সোমবার ত্রিপুরা ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার অফিস ঘেরাও করে এই কথা বললেন ক্ষুব্ধ চাকরি প্রত্যাশী বেকাররা।

 তাদের হাতে পোস্টারে লেখা ছিল সরকার চাকরি দাও, নয়তো বিষ দাও। কিন্তু বেকারদের জীবন নিয়ে খেলা চলবে না। জানা যায়, ২০২২ সালে ফায়ারম্যান পদে ইন্টারভিউ দিয়েছিলেন রাজ্যের হাজার হাজার বেকার যুবক। চাকরি পাবার আশায় দূরদূরান্ত থেকে এসে এই ইন্টারভিউ দিয়ে বর্তমানে আশাহত হয়ে রাস্তায় নামছে। সোমবার আগরতলা ফায়ার সার্ভিসের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন চাকুরী প্রত্যাশী যুবকরা। তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ২০২২ সালে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে বিজ্ঞপ্তি বের হয়েছিল। তারপর তারা চাকরির জন্য আবেদন করে জুলাই মাসে শারীরিক পরীক্ষা দেয়। যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা ২০২৩ সালে ৮ জানুয়ারি লিখিত পরীক্ষায় বসে।

 কিন্তু ১৮১৩ জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত করা হয়নি। তারপর এখন পর্যন্ত ১০ থেকে ১২ বার আধিকারিকদের দ্বারস্থ হলেও তাদের কোনরকম আশ্বাসও দিতে পারছে না। কিন্তু বহু টাকা ব্যয় করে তারা গাড়ি ভাড়া দিয়ে বিভিন্ন মহকুমা থেকে আধিকারিকদের সাথে দেখা করতে আসছে। অথচ তাদের কোন পাত্তাই দিচ্ছে না মন্ত্রী এবং দপ্তরের আধিকারিকরা। যদি এভাবেই প্রত্যেক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া কচ্ছপের গতিতে চলে তাহলে কেন বেকারদের এত আগে থেকে স্বপ্ন দেখায়? আর চার থেকে পাঁচ বছর যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে লেগে যায় তাহলে রাজ্যের বেকার যুবকরা কিভাবে খাবে? সরকারের কি গায়ে লাগছে না? এই প্রশ্ন সরকারের উদ্দেশ্যে? তারা দাবি করে এভাবে নিয়োগ প্রক্রিয়ার ঢিলেমীর জন্য যুবকদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ছুটছে। এর জবাব সরকারকেই দিতে হবে। তাদের দাবি চলতি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সরকারের। প্রয়োজনে রাস্তায় বসে দীর্ঘ আন্দোলনে শামিল হবে। কিন্তু এভাবে বেকার নিয়ে ছিনিমিনি পথ খেলতে দেওয়া হবে না বলে সরকারের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি যুবকদের। তবে এদিন আন্দোলন থেকে সরকার প্রত্যক্ষ করেছে কতটা রাগ জমে আছে বেকারদের মনে। এভাবে কতদিন চলবে বেকার আন্দোলন, প্রশ্ন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য