স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রীসভা থেকে অপসারণ করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করল প্রদেশ কংগ্রেস। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি উস্কানিমূলক মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি বলেন, রবিবার মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে একটি অংশের মানুষকে চরমভাবে অপমানিত করেছেন। এবং অপর একটি পোস্টে তিনি মানুষকে আইন হাতে তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু মন্ত্রীর এসব পোস্ট ঘিরে মানুষের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। মন্ত্রী এই ধরনের পোস্ট করে ডাঙ্গাবাহিনীতে উৎসাহিত করার চেষ্টা করছেন।
এবং এ পোস্ট করার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল সরকার এবং দলের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং এ সরকার অশান্তির সৃষ্টি করতে মদত দিচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। সুতরাং, এ ধরনের পোস্ট থেকে বিরত থেকে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি অযোগ্য মন্ত্রী বলে সুধাংশু দাসকে অপসারণের আহ্বান করেছেন।