Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যটেট পরীক্ষার দাবিতে বিক্ষোভ

টেট পরীক্ষার দাবিতে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : ডাবল ইঞ্জিন সরকারের উপর আস্থা হারিয়ে দিন দিন হতাশায় ভুগছে রাজ্যের বেকার মহল। চাকুরির দাবিতে রাস্তাঘাটে প্রতিদিন জড়ো হয়ে আন্দোলন মুখী হচ্ছে। কিন্তু সবকা সাথ, সবকা বিকাশের সরকার রাজ্যের বেকারদের বারোটা বাজিয়ে দিচ্ছে। প্রতিবছর একবার টেট পরীক্ষা গ্রহণ করা হয়।

কিন্তু গত দুই বছর ধরে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। সোমবার বাধ্য হয়ে বেকার বি এড এবং ডি এল এড ডিগ্রীধারী যুবক যুবতী টি আর বি টি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তারা জানতে চায় কবে নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে? টি আর বিটির কর্তৃপক্ষ থেকে জানানো হয় তারা প্রস্তুত রয়েছেন, কিন্তু সরকার যদি কিছু না বলেন তারা তো কিছুই করতে পারবে না। টিআরবিটি -র সাথে দেখা করে এমনটাই জানান সংবাদ মাধ্যমকে চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। বেকার যুবক যুবতীরা আরো বলেন, যদি টি আর বি টি কর্তৃপক্ষ সরকারের সাথে কথা না বলে, তাহলে তারা সরকারের কাছে যাবে।  

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য