স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : কৃষি জমি থেকে পাঁচটি মানব হাড় এবং প্যান্ট ও বেল্ট উদ্ধার। ঘটনা কৈলাসহর ইন্দিরা নগর এলাকায়।গ্রামবাসীর কাছ থেকে জানা যায়, সোমবার দুপুরে ইন্দিরা নগর এলাকার একটি কালভার্টের পাশে স্থানীয় কৃষকরা জমিতে চাষ করার সময় দেখতে পায় জমিতে চার থেকে পাঁচটি হাড়, কোমড়ের বেল্ট এবং একটি হাফ প্যান্ট পড়ে আছে। সাথে সাথে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে কৈলাশহানের পুলিশ।
গ্রামবাসীর বক্তব্য, গ্রাম থেকে চৌদ্দ মাস আগে এক যুবক নিখোঁজ হয়েছেন। পরে তাকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ যুবকের পরিবার থেকে কৈলাসহর থানায় মিসিং ডায়েরি করা হয়েছিলো। খবর পেয়ে নিখোঁজ যুবকের আপন ভাই ঘটনাস্থলে এসে দেখেন। কিন্তু সে কিছুই বলতে পারছে না। পুলিশ জানায়, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফরেনসিক বিভাগের আধিকারিকদের জানানো হয়েছে। তারা এসে এগুলো নিয়ে যাবেন এবং পরীক্ষা নিরিক্ষা করে নিশ্চিত হওয়া যাবে এগুলো কার।তবে হাড় উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।