Monday, December 23, 2024
বাড়িরাজ্যদশম শ্রেণীর ছাত্রীকে খুন করে নিজে আত্মঘাতী যুবক

দশম শ্রেণীর ছাত্রীকে খুন করে নিজে আত্মঘাতী যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : সোমবার সকালে কাঞ্চনপুরের এক ঘটনা ফিল্মি ঘটনাকেও হার মানিয়েছে। ঘটনাটি সংগঠিত হয়েছে কাঞ্চনপুর থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে। এদিন সকালে এক দশম ছাত্রী স্কুলে যাওয়ার সময় তাকে রাস্তার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে এক যুবক। পরে সেই যুবক নিজের গলার শ্বাসনালী কেটে আত্মহত্যা করে। এ রোমহর্ষক ঘটনায় মৃত ছাত্রীর নাম তানিয়া বড়ুয়া।

বয়স ১৬, মৃত যুবকের নাম কার্তিক দেবনাথ, বয়স ১৯। এই ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকাল সাড়ে আটটার নাগাদ ছাত্রী তানিয়া স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। স্কুলে যাওয়ার সময় তাকে রাস্তায় আটকায় কার্তিক। তখন তানিয়া কার্তিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তখন এলোপাথারি ছুরি দিয়ে আঘাত শুরু করে অভিযুক্ত কার্তিক। তখন তানিয়া রাস্তায় লুটিয়ে পড়ে। রাস্তা দিয়ে বয়ে যায় রক্তের স্রোত। সাথে সাথে অভিযুক্ত যুবক কার্তিক নিজের গলার শ্বাসনালী কেটে সেও রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতাল পাঠায়।

 কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তানিয়ার। তারপর অভিযুক্ত কার্তিকের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা রেফার করেন ধর্মনগর জেলা হাসপাতালে। ধর্মনগর জেলা হাসপাতালে আনার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে কার্তিকও। দুজনের পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে এসে তাদের না পেয়ে হাসপাতাল ছুটে যায়। কিন্তু কেউই পেল না তাদের ছেলেমেয়েকে। বাকরুদ্ধ দুই পরিবারের মানুষ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক। তিনি জানান এখন পর্যন্ত স্পষ্ট হয়নি কি কারনে এই ঘটনা সংগঠিত হয়েছে। তবে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রণয় সংক্রান্ত ঘটনা ঘিরে এই ঘটনা সংগঠিত হয়েছে কিনা সেটা নিয়ে তদন্ত করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য