স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : আগরতলা শহরের বুকে বাড়ছে বাংলাদেশীদের আনাগোনা। বেআইনিভাবে সীমান্ত ডিঙিয়ে রাজ্যের প্রবেশ করছে তারা। এরই মধ্যে রবিবার গোপন খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ আর এম এস চৌমুহনী থেকে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করে।
এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গত ২৯ আগস্ট লঙ্কামুড়া থেকে সুমন নামে এক বাংলাদেশীকে আটক করা হয়েছিল। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে দুজন বাংলাদেশিকে জালে তুলে। তারপর পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে রবিবারও দুজন বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে। সে অনুযায়ী পুলিশ আর এম এস চৌমুহনী থেকে তিনজন বাংলাদেশীকে আটক করেছে। যাদের আটক করা হয়েছে তারা হলো তাসলিন, ইমরান এবং জাসিত। তাদের বাড়ি বাংলাদেশ কক্সবাজারে। তবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা লঙ্কামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এবং কোন ধরনের ষড়যন্ত্র করে কারা ভারতে আসছে বলে পুলিশের ধারণা।