Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যরাতের বেলা ল্যাব এসিস্ট্যান্টের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, নাবালিকা মেয়েকে টেনে নিয়ে যাওয়া...

রাতের বেলা ল্যাব এসিস্ট্যান্টের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, নাবালিকা মেয়েকে টেনে নিয়ে যাওয়া হলো বাথরুমে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : এক ল্যাব অ্যাসিস্ট্যান্টের আবাসনে প্রবেশ করে দুর্বৃত্তরা ১৩ বছর বয়সী নাবালিকাকে জোরজবরদস্তি বাথরুমে নিয়ে যায়। পাশাপাশি নাবালিকা মেয়ের পরিবারের লোকজনদের মারধর করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা ল কলেজ সংলগ্নে। যতদূর জানা যায় এই ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত সবজি বাগানের দেওয়াল ঘিরে।

 অভিযোগ, রবিবার রাতে এলাকার নেশা কারবারি গোপাল ভট্টাচার্যের দুই ছেলে সৌরভ এবং গৌরব দুজনে বহিরাগত যুবকদের এনে নাবালিকার ঘরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। পাশাপাশি মারধর করে পরিবারের লোকজনদের। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি ১৩ বছর বয়সী নাবালিকা। এ নাবালিকা মেয়েটিকে টেনে বাথরুমে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তী সময় খবর দেওয়া হয় কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

 কিন্তু পুলিশ যখন নাবালিকা মেয়েটির পরিবারের সাথে কথা বলছিল সে সময় দুর্বৃত্তরা বাইরে দাঁড়িয়ে ছিল। নাবালিকা মেয়েটির পিতার বক্তব্য তারা শাসকদলের কর্মী। এবং উনার স্ত্রী মহিলা মোর্চার নেত্রী। কিন্তু সুরক্ষিত নয় তারা। কারণ এই ঘটনা সংগঠিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসলেও দুর্বৃত্তরা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। অভিযুক্ত দুজনের ফাঁসির দাবি করে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। হাত জোড় করে বলেন ত্রিপুরায় যাতে আর জি করের ঘটনার মত নারকীয় কান্ড না সংগঠিত হয়। বিশেষ করে ল কলেজ সংলগ্ন এই এলাকা অত্যন্ত শিক্ষিত ও ভদ্রলোকের হলেও রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিদিন ঘটে চলেছে। কলেজ টিলা ফাঁড়ির পুলিশ পুরোপুরি ভাবে নির্বিকার। পুলিশকে ম্যানেজ করেই চলছে এ ধরনের কুকাণ্ড। তাই এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!