স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। শনিবার পূর্ব আগরতলা থানার পুলিশ পেট্রোলিং -এ বের হয়ে পুরনো জেলের পেছন থেকে বিড়াল ছানাটি উদ্ধার করেছে।
এই বিড়াল ছানাটি অত্যন্ত বিরল প্রজাতির। যার নাম ল্যাপেড কেট। পুলিশ বিড়াল ছানাটি উদ্ধার করে নিয়ে আসে পূর্ব আগরতলা থানায়। তারপর বন কর্মীদের দেখে তাদের হাতে তুলে দেয়। বিড়াল প্রজাতির এই বিড়াল ছানাটি সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে বলে জানায় আগরতলা থানার পুলিশ।