স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় এসএফআই-র ৫৫ তম প্রতিষ্ঠা দিবস। এইদিন রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবনের সামনে এসএফআই -র ৫৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দে, রাজ্য সভাপতি সুলেমান আলী সহ অন্যান্যরা।
সংগঠনের রাজ্য সভাপতি সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে উপস্থিত সকলে শহীদ বেদীতে ফুল দিয়ে ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান পরাধীন ভারতবর্ষে ১৯৩৬ সালে সংগঠিত ছাত্র আন্দোলনের শুরু হয়েছিল সাড়া ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্যদিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭০ সালের ২৭ থেকে ৩০ ডিসেম্বর কেরলের ত্রিবান্দ্রমে সর্বভারতীয় সম্মেলনের মধ্যদিয়ে এস.এফ.আই-র প্রতিষ্ঠা হয়েছিল।