Monday, January 13, 2025
বাড়িরাজ্যবামেদের বিক্ষোভ মিছিল

বামেদের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : গত ১৭ ডিসেম্বর সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবা সাহেব ভিমরাও আম্বেদকরকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বামপন্থী সংগঠনগুলোর। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এতবার যদি ভগবানের নিতেন তাহলে সাত জন্ম স্বর্গবাস হতো।

এই মন্তব্যের প্রতিবাদে বামপন্থী চারটি সংগঠন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করে রাজধানী আগরতলায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা চাইবেন এবং তিনি পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। বামপন্থী সংগঠন গুলোর এই বিক্ষোভ মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য