Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যরাজ্যের সাংস্কৃতির উন্নয়ন অনিল সরকারকে ছাড়া চিন্তাও করা যায় না : রতন...

রাজ্যের সাংস্কৃতির উন্নয়ন অনিল সরকারকে ছাড়া চিন্তাও করা যায় না : রতন ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : ৯ আগস্ট রবিবার প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। প্রয়াত ও প্রাক্তন মন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করা হয়। রাজধানীর মেলারমাঠ স্থিত ছিলেন আম্বেদকর ভবনে আয়োজিত এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন কুমার ভৌমিক। তিনি বলেন, রাজ্যের যুব এবং সাংস্কৃতিক আন্দোলনকে তেজী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অনিল সরকার।

তাই বর্তমানে ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতির উন্নয়ন অনিল সরকারকে ছাড়া চিন্তাও করা যায় না। কিন্তু বর্তমানে দেশে এবং রাজ্যে একটা আধা ফ্যাসিস্ট সরকার রয়েছে। এ সরকার তপশিলি অংশের মানুষ সহ সব অংশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এবং এ সরকার পুনরায় দলিত অংশের মানুষের নিষ্পেষণ ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিশেষ করে দেশের সংবিধান নৎশাৎ করে দিয়ে মানুষের অর্জিত অধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন,  ২০১৮ সালের পর থেকে রাজ্যে নির্বাচন বলে কোন কিছু হয় না। গণতন্ত্র বলতে রাজ্যে কিছু নেই। তাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে এই অনিল সরকারের দিয়ে যাওয়া আদর্শ থেকে অনুপ্রাণিত হয় বলে জানান তিনি। আরো বলেন আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে অনিল সরকারের প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয়ে শোষণ হীন সমাজ তৈরি করার চেষ্টা করতে শপথ গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য