স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : রাজধানীর রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার দীর্ঘ দিন ধরে তার বিউটি পার্লারের আড়ালে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত করে চলেছে। এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনগর এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসছে। অসামাজিক কার্যকলাপ হাতেনাতে ধরে ফেলে জেসমিন আক্তার কে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে পুলিশের হাতেও তুলে দিয়েছে। অভিযুক্ত জেসমিন আক্তার কে এবারে রাজনগর এলাকা থেকে উচ্ছেদ করতে স্থানীয় বাসিন্দারা দারস্ত হয়েছেন রামনগরের বিধায়ক তথা পুরো নিগমের মেয়র দীপক মজুমদারের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জেসমিন আক্তারের বিউটি পার্লারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আছে। এখানে দীর্ঘদিন ধরেই চলছিল অসামাজিক কার্যকলাপ।
ক্রমাগত চলতে থাকে মহিলাদের আনাগোনা। এই অসামাজিক কার্যকলাপের কু প্রভাব পড়ে অল্প বয়সের মেয়েদের উপর। বিভিন্ন সময়ে গভীর রাত পর্যন্ত এখানে জমে নেশার আসর। এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর অভিযুক্ত জেসমিন আক্তার বিভিন্ন সময়ে এলাকাবাসীদের নাকি হুমকিও দিয়েছেন। সার্বিকভাবে স্থানীয়রা পুরো বিষয়টি তুলে ধরেন মেয়রের সামনে। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত। স্থানীয়দের অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের অসামাজিক কার্যকলাপ সমাজকে কলুষিত করে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও এ ধরনের অসামাজিক কার্যকলাপ এবং নেশার বিরুদ্ধে কঠোর মনোভাবাসম্পন্ন।
গোটা বিষয়টিকে মেয়র দীপক মজুমদার নিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর গোচরে। পাশাপাশি তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে। স্থানীয় বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সার্বিকভাবে গোটা বিষয়টিকে যে গুরুত্ব সহকারে দেখছেন তা তার বক্তব্যে স্পষ্ট। জেসমিন আক্তার এর মত এ ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বহু ব্যক্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গোটা সমাজ একত্রিত হয়ে জাগ্রত হলে সমাজের যে মঙ্গল হবে সেটা বলার অপেক্ষা রাখে না।