Friday, March 21, 2025
বাড়িরাজ্যকেন্দ্রীয় সরকারের সহযোগিতা মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বামেদের

কেন্দ্রীয় সরকারের সহযোগিতা মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : দিল্লি থেকে টাকা আসলেও সহযোগিতা মিললো না কলেজটিলা স্থিত নদীর তীরবর্তী এলাকার মানুষের। এই অভিযোগ তুললো বিরোধী দলের শাখা সংগঠন। শনিবার টি এম এস ইউ -র পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অমল চক্রবর্তী। তিনি বলেন, সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের মানুষ।

 রাজধানীর কলেজ টিলা সংলগ্ন এলাকার নদীর তীরবর্তী মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে বামপন্থী শাখা সংগঠনগুলি। তবে দুঃখের বিষয় হলো, বন্যার দিন থেকে এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা মেলেনি কলেজটিলা স্থিত নদীর তীরবর্তী এলাকার মানুষের।

এটা দুঃখের হলেও বাস্তব। কিন্তু সরকারের ভূমিকা বিরোধীরা পালন করতে পারবে না কারণ তাদের সামর্থ্য সীমিত। তাই এই সীমিত স্বার্থের মধ্যে থেকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। এদিন অমল চক্রবর্তী সাথে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তারা বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে সামগ্রী গুলি তুলে দেন। আগামী দিনে পাশে থাকার বার্তা দেয় মানুষকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য