স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : রাজ্যের বেকারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী ৭ থেকে ৮ সেপ্টেম্বর। রাজ্যের বহু চর্চিত জে আর বি টি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হবে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্রুপ ডি ফলাফল ঘোষনা করা যায়নি। কারণ লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন সহ ভয়াবহ বন্যার কারণে ফলাফল ঘোষণা করা যায়নি। জেআরবিটি -র গ্রুপ ডি -তে প্রায় আড়াই হাজার শূন্যপদ রয়েছে। এই শূন্য পদগুলি পূরণ হলে রাজ্যের বেকারদের অনেকটা সমস্যার সমাধান হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। তিনি আরো বলেন, মেধা তালিকায় যাদের নাম আসবে তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানানো হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজ্যের গ্রুপ ডি পরীক্ষার ফলাফল আটকে ছিল। প্রত্যাশিত বেকার যুবকরা জেআরবিটি -র অফিস থেকে শুরু করে মন্ত্রীদের দুয়ারে দুয়ারে ঘুরছে। কিন্তু প্রতীক্ষিত বেকারদের সাথে কেউ আশ্বাস দিতে এগিয়ে আসেন। এখন ফলাফল ঘোষণা হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।
তিনি জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৯১৬টি কনস্টেবলের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বে ১,০০০ কনস্টেবল পদের পরীক্ষা নেওয়া হয়েছে। শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর এই নতুন ৯১৬ টি কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। অপরদিকে পর্যটন দপ্তরের অধীনে ৫১ টি বিভিন্ন ক্যাটাগরির পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, কম্পিউটার অ্যাসিস্টেন্ট, গ্রুপ-সি, গ্রুপ-ডি ইত্যাদি।
তিনি আরও জানান, তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে ৮ জন সিনিয়র ইনফরমেটিক অফিসার গ্রুপ-এ এবং ১ জন লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র ইনফরমেটিক অফিসার টিপিএসসি-এর মাধ্যমে এবং জেআরবিটি-র মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্কের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে মন্ত্রী জানান।মন্ত্রী সভার বৈঠকে স্বারাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত এসপিও-দের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ
খন থেকে তারা মাসিক ১২ হাজার টাকা করে পাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ৩ হাজার ৭৭৬ জন এসপিও উপকৃত হবেন। তিনি জানান, রাজ্যের ১৯টি পুর পরিষদ এবং ১টি পুর নিগমে কর্মরত পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে আয়রন রিমুভ্যাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত পাম্প অপারেটরগণ প্রতি মাসে ন্যূনতম মজুরি ৭ হাজার ৫০০ টাকা এবং আইআরপি-র সঙ্গে যুক্ত নন পাম্প অপারেটরগণ ন্যূনতম মজুরি ৭ হাজার টাকা করে পাবেন।