Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যড্রাগস সেবনের সময় বিজেপি নেতা ও সরকারি কর্মচারী সহ পাঁচজন গ্রেপ্তার

ড্রাগস সেবনের সময় বিজেপি নেতা ও সরকারি কর্মচারী সহ পাঁচজন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিজেপি দলের প্রার্থী, সরকারি কর্মচারী সহ মোট পাঁচজন যুবককে ড্রাগস সেবন করার সময় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার হওয়া পাঁচজন যুবকের মধ্যে একজন প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের শ্যালকও রয়েছেন।

ইতিমধ্যেই এই ঘটনায় শাসক বিজেপি দলকে নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঘটনা কৈলাসহর থানা এলাকায়। কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে কৈলাসহর শহরের স্বরুপানন্দ সরনী এলাকায় এক বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ তল্লাশিতে গিয়ে দেখে ৫ জন যুবক ড্রাগস সেবন করছে। পুলিশ এই দৃশ্য দেখামাত্রই ৫ জনকে আটক করে এবং ঘরে তল্লাশী করে বেশ কিছু খালি কৌটা উদ্ধার করে পুলিশ। সেই খালি কৌটা গুলোতে ড্রাগস ছিলো বলে জয়ন্ত কর্মকার জানান। আটক হওয়া ৫ জনকে পুলিশ কৈলাসহর থানায় নিয়ে এসে রাতভর জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ৫ জন যুবক স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ড্রাগস সেবন করছে। পুলিশ তাদের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি মামলা নিয়েছে এবং ধৃত ৫ জনকে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। ধৃত পাঁচজন যুবকের মধ্যে জাহির আব্বাছ অপু সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে টিলাবাজার গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের প্রার্থী ছিলেন। যদিও বিজেপি দলের প্রার্থী জাহির আব্বাছ অপু কংগ্রেস দলের প্রার্থীর সাথে ভোটে হেরে যান। অন্যদিকে রাজিব মালাকার বিদ্যুৎ দপ্তরের সরকারি কর্মচারী এবং হোসেন আলী মাদ্রাসার সরকারি শিক্ষক। এছাড়াও ধৃত জাহির আব্বাছ অপু কৈলাসহরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলীর শ্যালক। খোদ শহর এলাকায় এভাবে প্রকাশ্যে ড্রাগস সেবন করতে গিয়ে শাসক দলের ঘনিষ্ঠদের পুলিশ গ্রেফতার করায় গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য