স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :জিরানিয়া আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সভা। সেই সভায় চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন নির্বাচন করা হয়। তারপর চেয়ারপার্সন হিসাবে প্রীতম দেবনাথ ও ভাইস চেয়ারপার্সন হিসাবে রূপালী দাস শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপি সরকারের পক্ষে রায় দিয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ সরকার প্রতিষ্ঠা হয়েছে। নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের শুভেচ্ছা জানান তিনি। একই সাথে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে যে সকল সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।