Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যবন্যা পরিস্থিতি জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেস পান্ডে

বন্যা পরিস্থিতি জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেস পান্ডে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ আগস্ট :১৯ থেকে ২৩ আগস্ট ভারী ও অবিরাম বৃষ্টির ফলে রাজ্যে নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যার জেরে সমগ্র রাজ্যকে “প্রাকৃতিক বিপর্যয় প্রভাবিত এলাকা” হিসাবে ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। আহত হয়েছে ২ জন। নিখোঁজ রয়েছে ১ জন। এখনো পর্যন্ত ৩২৯ টি ত্রাণ শিবির চালু রয়েছে। গত ২৪ ঘন্টায় ত্রাণ শিবির ছেড়ে নিজ বাড়িতে ফিরে গেছে ৩৪ হাজার ৯৬৭ জন।

 বি.সি.জোশির নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল শুক্রবার সিপাহিজলা ও খোয়াই জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। বর্তমানে ৪ টি অঙ্গনওয়ারী কেন্দ্র বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে আরও ১৯ টি স্কুল খোলা হয়েছে। বর্তমানে রাজ্যের ৪,৭৩৪ টি স্কুলের মধ্যে ৪,৫৯০ টি স্কুল খোলা হয়েছে। এবং বাকি ১৪৪ টি স্কুল এখনো বন্ধ রয়েছে। ২৭ আগস্ট থেকে পুনরায় খোলা হয়েছে কলেজ গুলি। কলেজ গুলিতে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। অধিকাংশ কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে স্নাতক কোর্সের চলমান সেমিস্টার পরীক্ষার সময় সূচি পুনঃনির্ধারণ করার জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেস পান্ডে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য